ক্রাফটের সাথে আমরা প্রায় সবাই কমবেশি পরিচিত। কাগজ বা হাতের কাছে থাকা যেকোনো টুকিটাকি জিনিস দিয়ে সুন্দর সুন্দর সব জিনিস বানানোটাই ক্রাফট। এটা একটা শিল্পও বটে! বর্তমানে গিফট হিসেবে ক্রাফটের জিনিসের বেশ কদর দেখা যায়। আবার এটি হতে পারে শখের জিনিস বা, সময় কাটানোর জন্য ভালো কিছু কাজ৷ কিংবা হতে পারে আয়ের উৎস।
তাই, এবার এই ক্রাফটের উপরই আয়োজন করা হচ্ছে আস্ত একটি কর্মশালা। আগামী ১৯ শে অক্টোবর ঢাকার উত্তর শাহজাহানপুরে অবস্থিত দীপশিখা প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত হতে যাচ্ছে ক্রাফটের এই দিনব্যাপী কর্মশালাটি। সকাল ১১টা থেকে বিকাল ৫টা অবধি চলবে এই কর্মশালা। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত। যেকোনো বয়সের যে কেউ এতে অংশ নিতে পারবে। অংশগ্রহণ করার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। শেষ মুহূর্তের রেজিস্ট্রেশন এখনো চলছে।
অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম লিংক: https://goo.gl/forms/NcmdktJc1bSldfZH3
ইভেন্ট পেইজের লিংক – https://www.facebook.com/events/2000783093547153/?active_tab=about
কর্মশালাটি আয়োজন করছে ক্রিয়েটিভ মাইন্ড বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আগামী।