কোলন ক্যান্সার, যা কোলোরেক্টাল ক্যান্সার নামেও পরিচিত, বৃহৎ অন্ত্র বা মলদ্বারে হওয়া একটি গুরুতর রোগ। বয়স, পারিবারিক ইতিহাস, স্থূলতা ও ধূমপানসহ নানা কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে খাদ্যাভ্যাসে কিছু বিশেষ খাবার যোগ করলে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
১. সবুজ শাকসবজি
ফাইবার, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সবুজ শাকসবজি কোলনের প্রদাহ কমায় ও বিষাক্ত পদার্থ বের করে দেয়।
২. ক্রুসিফেরাস সবজি
ব্রোকলি, ফুলকপি প্রভৃতি সালফোরাফেনযুক্ত সবজিতে ক্যান্সার প্রতিরোধী শক্তি থাকে।
৩. গোটা শস্য
ফাইবারসমৃদ্ধ গোটা শস্য দ্রুত মলত্যাগে সহায়তা করে ও ক্যান্সারজেনের সংস্পর্শ কমায়।
৪. মটরশুটি ও শিম
প্রতিরোধী স্টার্চ ও ফাইবারে ভরপুর, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়।
৫. বেরি
অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ বেরি কোষ ক্ষতি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
৬. ফ্যাটি মাছ
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে প্রদাহ কমিয়ে কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
৭. রসুন
সালফার যৌগ লিভারের এনজাইম সক্রিয় করে কার্সিনোজেন ধ্বংসে সাহায্য করে।
৮. হলুদ
কারকিউমিন যৌগ প্রদাহ ও ক্যান্সার কোষের বৃদ্ধি কমায়।
৯. দই ও প্রোবায়োটিক খাবার
হজম ও অন্ত্রের ব্যাকটেরিয়া ভারসাম্য রক্ষা করে, কোলন স্বাস্থ্য উন্নত করে।
১০. বাদাম
অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ বাদাম অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোলন সুস্থ রাখে।