পুষ্পিতা প্রভা
জীবন মূল্যবান এবং কখনো কখনো তা অনিশ্চিত। তাই এতো সহজে অত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর মতে প্রতি দিন প্রায় ৩০০০ হাজার মানুষ আত্মহত্যা করে। আর প্রতি বছর পুরো বিশ্বে প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করে। ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেশ বা WHO এবং ইন্টারনেশনাল এসোসিয়েশন ফর দি সোসাইটিড প্রিভেনশন অ্যান্ড প্রোমোশনের বা IASP আত্মহত্যা প্রতিরোধে ২০০৩ সালে একটি উদ্যােগ নেন। এবং ১০ই সেপ্টেম্বরকে “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস“ হিসেবে স্বীকৃতি লাভ করে।
প্রতি বছর ১০ই সেপ্টেম্বর “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” পালন করা হয়। এই বছর ১৫ তম আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে। দিবসটির এইবারের স্লোগান হলো ” এক মিনিট সময় দিন, একটি জীবন পরিবর্তন করুন।” আপনি আত্মহত্যা করার আগে শুধু একটি মিনিট ভাবুন হতে পারে এই একটি মিনিট আপনার জীবন পরিবর্তন করবে। একটি সম্পূর্ণ অপরিচিত মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে।হয়তো একটি গাছ, একটি ফুল, একটি বই কোনো না কোনো কিছু আপনাকে এই ভয়ানক কাজ করা থেকে থামাতে পারে। এমন অনেক মানুষ আছে যারা এক সময় আত্মহত্যার কথা ভাবতো। কিন্তু এখন তারাই এই কাজ করার জন্য বিভিন্ন প্রতিরোধোক মূলক কাজ করে।তারাই বলে,”কেউ যদি এক মিনিট ভাবে তাহলে সে যে ভয়ানক পথে যাচ্ছিলো তা পরিবর্তন করতেও পারে।”
এখান থেকেই এই বছরের স্লোগানের কথা ভাবা হয়েছে। আসুন আমরা ১০ই সেপ্টেম্বর এই লক্ষে সমাজে আত্মহত্যার প্রতিরোধরের কাজটি করি।বর্তমান সময়ের জন্য এতি অনেক দরকার।