ক্রাফটের কাজ করতে কমবেশি অনেকেই পছন্দ করে। কাগজ বা হাতের কাছে থাকা টুকিটাকি জিনিস দিয়ে চমৎকার সব জিনিস বানিয়ে ফেলা যায় যদি ক্রাফটের কাজ সম্পর্কে একটুখানি ধারণা রাখা যায়। সেই ক্রাফটের উপরই একটা আস্ত কর্মশালা আয়োজিত হয়ে গেল গত ১৯শে অক্টোবর। সকাল ১১টা থেকে শুরু হয়ে সারা দিনব্যাপী চলেছে এই কর্মশালা। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ছিল। কর্মশালা শেষে মূল্যায়ন পত্রের মাধ্যমে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এরকম আয়োজন আরো করা উচিত। এতে ক্রাফটের প্রতি সবার আগ্রহ বাড়বে।
সন্ধ্যা ৬টায় উপহার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় কর্মশালাটি। কর্মশালাটি আয়োজিত হয় ঢাকার উত্তর শাহজাহানপুরে অবস্থিত দীপশিখা প্রি-ক্যাডেট স্কুলে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপশিখা স্কুলের অধ্যক্ষ জনাব শাহীন পারভেজ। কর্মশালাটির ব্যাপারে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এরকম আয়োজন সবসময়ই করা উচিত। এতে অংশগ্রহণকারীদের সৃজনী শক্তি বৃদ্ধি পাবে এবং তারা সৃজনশীল কাজে আরো বেশি আগ্রহী হবে।
ইভেন্টের ছবিগুলো পাওয়া যাবে “Creative Mind – Bangladesh” এর ফেসবুক পেইজে এবং “Craft & Creation Workshop” – এর ইভেন্ট পেইজে।
ফেসবুক পেইজের লিংক – https://www.facebook.com/Creative-Mind-Bangladesh-1775594432557355/
ইভেন্ট পেইজের লিংক – https://www.facebook.com/events/2000783093547153/
কর্মশালাটি আয়োজন করছে ক্রিয়েটিভ মাইন্ড বাংলাদেশ। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আগামী।