Saturday, May 10, 2025
33 C
Dhaka

মা বেঁচে থাকলে হয়ত অনেক খুশি হতেন

নাট্যশিল্পী ও আলোচিত মডেল অভিনেত্রী ও উপস্থাপিকা মিষ্টি মারিয়া সম্প্রতি মুখোমুখি হন চ্যানেল আগামী’র। চ্যানেল আগামী’র স্টাফ রিপোর্টার শাকিলুর রহমানের সাক্ষাৎকারে ছোটবেলা, তাঁর জীবনের কথা ও অভিনয় নিয়ে অনেক কথা হয়।
চ্যানেল আগামীঃ কেমন আছেন?
মিষ্টি মারিয়াঃ ভালো আছি, আপনি কেমন আছেন?
চ্যানেল আগামীঃ জ্বি ভালো। একেবারে ছোট করে অভিনেত্রী হওয়ার গল্পটা যদি বলেন?
মিস্টি মারিয়াঃ প্রথম দিকে নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দিতে অভিনয় চর্চা শুরু করি। শুরুটা হয় মঞ্চে। আমার ছোটবেলা থেকেই বাসনা ছিল টেলিভিশন নাটকে অভিনয় করার। এক অনুৃষ্ঠানে পরিচয় হয় নাট্য পরিচালক দীপু হাজরার সঙ্গে। তিনিই আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দেন। তার পরিচালিত টেলিফিল্ম ‘ব্যাড-লাক’, ধারাবাহিক নাটক ‘রোজাদার’, ‘থ্রি কমরেডস’ ইত্যাদিতে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ডাক মেলে সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘খড়কুটা’ নাটকের একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য। লাভলু স্যার নাটকে কাজ করা এটা আমার কাছে স্বপ্নের মতো। নতুন হিসেবেও তার নাটকে আমাকে সুযোগ করে দিয়েছিল এটা আমার জন্য বড় পাওয়া। তার নাটকে আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়ায় আমি কৃতজ্ঞ। এই ভাবে শুরু হয় আমার অভিনেত্রী হওয়ার গল্প।
চ্যানেল আগামীঃ আপনি বর্তমানে কোন কোন ধারাবাহিক নাটকে কাজ করছেন?
মিষ্টি মারিয়াঃ মাসুদ সেজানের পরিচালনায় বাংলাভিশনের ‘চলিতেছে সার্কাস’, সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপর পাখি ফরিদুল হাসানের কমেডিয়ান ৪২০,ডি এ তায়েব এর এটিএন বাংলার ডিবি’ লেডি গোয়েন্দা আরো অনেক নাটকে অভিনয় করছি।
চ্যানেল আগামীঃ আপনি অভিনয়ের পাশাপাশি কি কি করেন?
মিষ্টি মারিয়াঃ আমি অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসাবে কাজ করে থাকি। এন মোহাম্মদ চেয়ার ,লেজার চেইন ,আরএফএল চপিং বোর্ড,আর এফ এল ক্লিনার, আর এফ এল কিডস চেয়ার, যমুনা ব্যাংক এটিএম বুথ ৭০০ এর বেশি ছবি বাংলাদেশ জুড়ে। গ্রীন লাইন স্লিপার এসি কোচ, রক্মি পেইন্টের বিজ্ঞাপন সহ দেশের বিভিন্ন স্থানে বহু বিল বোর্ডে লাগানো হয়েছে। নিজের শখেই মাঝে মধ্যে পোজ দেই ফ্যাশন মডেল হিসেবে বিভিন্ন হাউজের পোশাক পরে কিংবা বিশেষ দিনের বিশেষ আয়োজনে পত্রিকার পাতায় থাকি।
চ্যানেল আগামীঃ আপনার উল্লেখযোগ্য কোনো পুরস্কার কথা বলেন?
মিষ্টি মারিয়াঃ আমি অভিনয় করছি। বেশি সময় না হলেও কাজের স্বীকৃতিস্বরূপ ধারাবাহিক ‘খড়কুটা’ নাটকে অভিনয়ের জন্য “ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস এ্যাওয়ার্ড ২০১৫”র আলোচিত অভিনেত্রীর পুরস্কার পায়। এটি আমার জীবনে প্রথম পাওয়া কোন পুরস্কার। খুবই ভাল লাগে। এই প্রাপ্তিতে মনে করিয়ে দিচ্ছে ভবিষ্যতে আরও ভাল কিছু করবার। ধন্যবাদ জানাই বাবিসাস কর্তৃপক্ষকে বিশেষ করে আবুল হোসেন মজুমদার ভাই ও ধ্রুব গুহ দাদাকে যাদের কারণে আজ আমি কাজের স্বীকৃতি পেলাম। ধন্যবাদ জানাই ‘খড়কুটা’র পুরো টিমকে। ধন্যবাদ আমার দর্শকদের, যাদের ভালবাসায় আজ আমি মিষ্টি মারিয়া হতে পেরেছি।
চ্যানেল আগামীঃ আপনার কি কি অভিজ্ঞতা আছে বলে আপনি মনে করেন?
মিষ্টি মারিয়াঃ আমি খুবি সাধারণ মানুষ। আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের পথচলা। একাধারে নাচ, নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করার একটু অভিজ্ঞতা আছে। সঙ্গীত ও নৃত্যচর্চাও করি। এছাড়া উপস্থাপনার ও অভিজ্ঞতা রয়েছে। সমান ভাবে চালিয়ে যাচ্ছি সাংস্কৃতিক চর্চাও।
চ্যানেল আগামীঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
মিষ্টি মারিয়াঃ আমি প্রতিষ্ঠিত শিল্পী হয়ে কাজ করতে চাই সেটি যে মাধ্যমেই হোক, আর সবার জীবনেই বড় পর্দায় কাজ করার দুর্বলতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। ভাল চরিত্র ও সুযোগ এলে অবশ্যই আমি চলচ্চিত্রে অভিনয় করব। নাচের প্রতিও আমার রয়েছে সমান দুর্বলতা। আবারও নাচতে ইচ্ছে করে, সময় পেলে আবারও নাচতে চাই।
চ্যানেল আগামীঃ অভিনয়ের জন্য পরিবার থেকে কোনো বাধাঁ পেয়েছেন?
মিষ্টি মারিয়াঃ আমি দাউদকান্দি থানার মধ্যে অনেকবার নাচেফাস্ট হয়েছি । আমার বাবা এই গুলো পছন্দ করত না। আমার বাবার কথা, মেয়ে একটু লেখাপড়া করাব আর বিয়ে দিয়ে দিব। আর আমার মা বলত, লেখাপড়া করাব আর ও যা করতে চায় তাই করাব। এ নিয়ে দেখেছি দুজনের মধ্যে অনেক দন্দ। আসলে আম্মুর জন্যই এই পযর্ন্ত আসা। প্রথমে যে সময় নাটকে অফার আসে তখন পরিবার থেকে নাটক করতে দিবে না, অনেক কষ্ট করে আমার বড় আপুকে বলে রাজি করাই। কোনো কাজে যাওয়ার আগে সাধারণত সবাই মা বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করে যায় কিন্তু আমি কখনো করতে পারিনি। কোনো প্রতিযোগিতায় গেলে লুকিয়ে যেতে হত। আমি স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে কাপড় ,মেকআপ নিয়ে যেতাম। এই ভাবে আমি প্রতিযোগিতা অংশ গ্রহণ করলাম। এখন এসব অনেক মিস করি যখন দেখি কারো বাবা বা মা এসে আমাকে বলে ম্যডাম আমার মেয়ের জন্য গানের স্যার রেখেছি কিন্তু শিখতে চায়না । আমি প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করার ১৫ দিন পর পুরষ্কার দিত তখন আমার পরিবারের সবাই জানতো। আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি তখন একটি বিতর্ক প্রতিযোগিতার জন্য বসে লিখছিলাম বিতর্কে টপিক ছিল গ্রাম ভালো না শহর ভালো । তার তিন-চার দিন পর আমার পরিক্ষা তাই আমার মা এসে সব ছিড়ে ফেলে। আমি অনেক কষ্ট করে লেখে ছিলাম। পরে রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পরি। আমার ইচ্ছা ছিল তাই হয়ত বিতর্ক প্রতিযোগিতা আমি ফাস্ট হয়েছিলাম । পরে আমার মা আমাকে জরিয়ে ধরে কান্নাকরতে করতে বলে আমি আর কিছুতে বাধা দিব না। সত্য বলেছিলেন আমার মা বাধা দেননি ,কিন্তু চলে গেছেন অনেক দুরে । আজ মা বেঁচে থাকলে হয়ত অনেক খুশি হতেন। দোয়া ছাড়া কারো কাছে কিছু চাওয়ার নেই আমার। সবাই আমার জন্য দোয়া করবেন ।
চ্যানেল আগামীঃ চ্যানেল আগামীকে সময় দেওয়া জন্য অনেক ধন্যবাদ।
মিষ্টি মারিয়াঃ আপনাকে ও চ্যানেল আমাগীকে অনেক ধন্যবাদ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা ফেরদৌস গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ফেরদৌস (৫৫)...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭...

বাংলাদেশ থেকে ১.৫ মিলিয়ন টন আম নিতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান...

‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img