তরুণ নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি এবার ভালোবাসা দিবসে দর্শকদের জন্য ভিন্ন ধরনের কিছু নাটক নিয়ে হাজির হবেন। ২০১৭ সালে “এতটা ভালোবাসি” নাটক দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন এই নির্মাতা। ভালোবাসার ফানুশ, এপিটাফ, বাড়ি ফেরা, প্রিয় তুমি, নিঃশ্বাস এই নাটকগুলো তারই নির্মাণ। এবার ভালোবাসা দিবসে নির্মাণ করছেন “তুমি বললে” নাটকটি৷ নাটটিতে অভিনয় করেছেন অপূর্ব, সাফা কবির, আনন্দ খালিদ, মিষ্টি সহ আরো অনেকে। তুমি বললে নাটকটি লিখেছেন নাজিয়া হাসান। নাটকের বেশির ভাগ শুটিং করা হয়েছে উত্তরায়, নাটকটি Seven Tunes Entertainment ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।
নাটক সহ ভালোবাসা দিবসের আরো কাজ নিয়ে কথোপকথন হয় তার সাথে……..
সীমান্ত: তুমি বললে নাটকের মাধ্যমে আপনি দর্শকদের মাঝে কি মেসেজ দিতে চেয়েছেন?
মাহমুদুর রহমান হিমি: এই নাটকটা দিয়ে আমি আমার দর্শকদের কে জানাতে চাই ভালোবাসার মানুষের মিষ্টি ভুল গুলাও ভালোবাসা। মন থেকে ভালোবাসলে একটা সময় পর ঠিকই তার ভালোবাসা পাওয়া যায়।
সীমান্ত: তুমি বললে নাটকের গল্পটা কেমন?
মাহমুদুর রহমান হিমি: তুমি বললে নাটকটা আসলে রোমান্টিক কমেডি টাইপের নাটক। আশা করি দর্শকেরা অনেক উপভোগ করতে পারবে। দুইটা লাভ স্টোরি দেখানো হবে এই নাটকে বাকিটা সারপ্রাইজ।
সীমান্ত: তুমি বললে নাটক নিয়ে আপনার প্রত্যাশা কি?
মাহমুদুর রহমান হিমি: আশা করি এটা আমার অন্যতম সেরা কাজ হবে কারণ গল্পটা খুব চমৎকার।
সীমান্ত: ভালোবাসা দিবসে আপনার কয়টি নাটক পাবে দর্শকেরা?
মাহমুদুর রহমান হিমি: ভালোবাসা দিবসে দর্শকদের কে ৫টা ভিন্ন ধরনের রোমান্টিক নাটক উপহার দিতে পারবো৷
সীমান্ত: একজন পরিচালক হিসেবে একটা নাটক নির্মাণ করার আগে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?
মাহমুদুর রহমান হিমি: প্রথমে যেই ব্যাপার টার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেই সেটা হলো গল্প। আমি বিশ্বাস করি গল্পই নাটক এর মূল৷ তাই গল্প ভালো হলে বাকিটা এমনেই ভালো হয়ে যাবে, আর ভালো কাজ করতে হলে ভালো বাজেট প্রয়োজন, তাই বাজেটও একটা মূল ইস্যু।
সাক্ষাৎকার নিয়েছে: গোলাম মোর্শেদ সীমান্ত