নাম নাইম। জান-ই- আলম সরকার উচ্চ বিদ্যালয় এ নবম শ্রেণির ছাত্র। যেখানেই ক্যামেরা দেখে দোওরিয়ে চলে যায়। একদিন দেখা বালকটির সাথে তার স্কুলে। এসেই বলতে লাগল ভাইয়া আমিও বড় হয়ে ছবি তুলতে চাই, একদিন অনেক বড় ফটোগ্রাফার হতে চাই ভাইয়া আমি। যখন আমি বড় হয়ে চাকরি করব সবার আগে আমি একটা ক্যামেরা কিনব, তারপর বাবা-মার জন্য একটা গাড়ি আর একটা বাড়ি বানাব। আর আমি ক্যামেরা নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াব। অনেক কিছুর ছবি তুলব। ভাইয়া আমার জন্য দোয়া কইরো।
অনেক অনেক শুভ কামনা রইল তোমার প্রতি। একদিন অনেক বড় ফটোগ্রাফার হবে ইনশাল্লাহ।