নতুন বছর নতুন ভাবে শুরু করতে চায় শামীম হাসান সরকার। ২০১৪ সালের ১২ই অক্টোবর Mango Squad নামে ইউটিউব চ্যানেল খুলেন শামীম হাসান সরকার। ২০১৬ সালে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ – র ” নাইন এন্ড এ হাফ ” ড্রামা সিরিয়াল দ্বারা ছোট পর্দায় অভিনয়ে নাম লেখান তিনি। শামীম হাসান সরকার প্রথম বিজ্ঞাপন করেন রবিতে এছাড়া তার প্রথম একক নাটক ছিলো ” প্রবেলমটি কি? ” ২০১৮ সালের নভেম্বর মাসে ” মিস্টার বাংলাদেশ সিনামার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শামীম হাসান সরকার। বর্তমানে কাজল আরেফিন অমি – র পরিচালিত ” ব্যাচেলার পয়েন্ট সিরিয়ালটি চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে যেখানে অভিনয় করছেন শামীম হাসান সরকার। এছাড়া নতুন বছরে ভিন্ন ধরনের কিছু কাজ নিয়ে হাজির হবেন এই অভিনেতা।
সীমান্তঃ নতুন বছরে ভক্তদের মাঝে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান?
শামীম হাসান সরকারঃ অনেকের ধারণা আমি হাসির অভিনয় ছাড়া অন্যকিছু হয়তো করতে পারি না। কিন্তু আমি গতানুগতিক ধারায় একই রকম চরিত্র করে নিজেকে একটা সীমানার মধ্যে রাখতে চাই না। আমি নতুন বছরে নিজেকে ভেংগে প্রমাণ করতে চাই যে আমি সব রকম অভিনয় করার জন্য প্রস্তুত। বছরের শুরু হয়েছে একক নাটক অভ্র মাহমুদ পরিচালিত “কলামের আতর” দিয়ে। আশা করি এই নাটকের আতরকে দেখে আমার দর্শকরা বুঝতে পারবে এই বছর আমি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চাই। অন্যদিকে Mango Squad এই বছর ধামাকা নিয়ে আসবে ! আমি এই বছরের নাম “Surgical Strike 2019” দিতে চাই। আমার অনেকগুলো ভিডিও বানানোর পরিকল্পনা রয়েছে। দেখা যাক কি হয় সামনে !
সীমান্তঃ অভিনয় নিয়ে কতদূর আগাতে চান?
শামীম হাসান সরকারঃ অভিনয় করে দেশে পুরষ্কার পাওয়ার সপ্ন সবারই থাকে। আমি চাই দেশে কাজের পাশাপাশি গন্ডী পেরিয়ে বাংলাদেশের পতাকাবাহী হয়ে নিজেদের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথে কাজ করতে। চেষ্টা চলতে থাকবে। আশা করি একদিন সেটাও হবে।
সীমান্তঃ Mango Squad কে একদিন কোথায় দেখতে চান আর নতুন ভিডিও কবে আসছে ইউটিউবে?
শামীম হাসান সরকারঃ Mango Squad আপাতত একটা ইউটিউব চ্যানেল হলেও এটাকে একদিন বড় প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই যেখানে এই দলের সদস্যরা এবং ভক্তরা সবাই মিলে আমজনতার যে কোন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসবে। বিনোদন খুব শক্তিশালী জিনিস। বিনোদনের সাথে শিক্ষা বিষয়টা প্রচারের চিন্তা ভাবনাও রয়েছে।
সীমান্তঃ নতুন বছরে কি কোন নতুন ছবি করছেন?
শামীম হাসান সরকারঃ কথা চলছে। দেখা যাক কি হয় ! চরিত্র মনমতো হলে কেন নয়? অভিনয় ভালোবাসি। অভিনয় চালিয়ে যেতে চাই নাটক থেকে সিনেমা সব জায়গাতেই।
সীমান্তঃ নতুন বছরে নিজের নতুন কি পরিবর্তন করলেন?
শামীম হাসান সরকারঃ নিজেকে ধৈর্যশীল এবং শান্ত করলাম। আগে অনেক ভুল করেছি অনেক সময় না বুঝেই। সেগুলো ভুল আর করতে চাই না নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে কাজ করছি। কাজ না শিখে কাজ করা উচিত না কিংবা করা যায়ও না। সবকিছু বুঝে শুনেই করতে চাই। যারা এই যাত্রায় সাহায্য করেছেন, করছেন এবং করবেন সবার কাছেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।
সাক্ষাৎকার নিয়েছেনঃ গোলাম মোর্শেদ সীমান্ত