পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। চলছে বাকযুদ্ধ আর হুমকি। তারই জের ধরে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে সৌদি আরবসহ কিছু আঞ্চলিক দেশকে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার তেহরানে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে একদল শ্রমিক এবং উদ্যোক্তাদের সমাবেশে সর্বোচ্চ তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের চলাচল অবশ্যই বন্ধ করতে হবে এবং তাদেরকে পশ্চিম এশিয়া ছেড়ে চলে যেতে হবে বলেও মন্তব্য করেন।
খোমেনি আরও বলেন, সৌদি আরব এবং বিশেষ কয়েকটি আঞ্চলিক দেশকে নানাভাবে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদি তারা বুদ্ধিসম্পন্ন হয় তাহলে তারা মার্কিনিদের এ ষড়যন্ত্রের মাধ্যমে প্রতারিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইরানকে মোকাবেলা করতে হবে বলে সৌদি সফরে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এছাড়া, ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও নতুন এই পররাষ্ট্র মন্ত্রী জানান।