সিরিয়ার ইস্টার্ন ঘৌটায় চলমান বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরাঁ। সেখানে অবিলম্বে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ৩০ দিনের যুদ্ধ-বিরতি প্রস্তাব বাস্তবায়ন করার অনুরোধ জানান তিনি। সুইজারল্যান্ডে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক সভায় দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।
এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব সিরিয়ার পরিস্থিতিকে ‘দুনিয়ার নরক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ইস্টার্ন ঘৌটা আর অপেক্ষা করতে পারছে না। দুনিয়ার এই নরক বন্ধ করার এখনই উপযুক্ত সময়।’ এ সময় তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষার বিষয়ে তাদের করা অঙ্গীকারের বিষয়টি মনে করিয়ে দিতে চাই। কেননা সন্ত্রাসবিরোধী যুদ্ধে তাদের ওই অঙ্গীকার অকার্যকর হয়ে পড়ে না।
ইস্টার্ন ঘৌটায় ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠার পরপরই সেখানে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। সম্প্রতি ইস্টার্ন ঘৌটায় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তারা ক্লোরিন গ্যাস ব্যবহারের আলামত খুঁজে পেয়েছেন। হামলায় আহত রোগীদের শরীর থেকে ক্লোরিনের গন্ধ পাওয়া গেছে।
এ ছাড়া আহতরা শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার পাশাপাশি ত্বক ও চোখে তীব্র যন্ত্রণা অনুভব করছেন। উল্লেখ্য, সিরিয়ায় নবম দিনের মতো সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষ।