অতিথিদের বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যায় দোষী সাব্যস্ত অস্ট্রেলীয় নারী
অস্ট্রেলিয়ায় পারিবারিক এক আয়োজনে বিষাক্ত মাশরুম মিশিয়ে গরুর মাংসের খাবার খাইয়ে স্বামীর বাবা-মা ও খালাকে হত্যার দায়ে এক নারীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আলোচিত এই মামলার রায়ে আদালত জানিয়েছেন, আসামি এরিন প্যাটারসন ইচ্ছাকৃতভাবেই ‘ডেথ ক্যাপ’ মাশরুম মিশিয়ে বিফ ওয়েলিংটন রান্না করেছিলেন, যা খেয়ে তিন অতিথি মারা যান। অপর এক অতিথিকে হত্যাচেষ্টার অভিযোগেও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৯ জুলাই। প্যাটারসনের বাড়িতে আয়োজিত এক মধ্যাহ্নভোজে স্বামীর বাবা-মা, খালা ও খালু আমন্ত্রিত ছিলেন। খাবার শেষে হঠাৎই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তিনজন মারা যান এবং একজন বেঁচে যান চিকিৎসার মাধ্যমে।
আদালত জানায়, আসামি ইচ্ছাকৃতভাবে ওই খাবারে প্রাণঘাতী মাশরুম ব্যবহার করেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে মিথ্যা বলেন। তদন্তে দেখা গেছে, ঘটনার এক বছর আগেই বিষাক্ত মাশরুম সম্পর্কে তথ্য খুঁজছিলেন তিনি এবং ঘটনার পরপরই প্রমাণ নষ্ট করতে একটি ফুড ডিহাইড্রেটর ফেলে দেন।
এ মামলার রায়ে জুরি বোর্ড সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে প্যাটারসনকে দোষী সাব্যস্ত করে। শিগগিরই তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে বলে জানায় আদালত।