রূপচর্চা মহিলাদের বৈশিষ্ঠ্য বলেই সবার ধারনা। সেই ধারনাকে ভূল প্রমান করলেন ফ্রান্সের তরুণ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তারুন্যকে সজীবতায় ভরিয়ে রাখতে তিনি তিন মাসে খরচ করেছেন ৩০ হাজার ডলার বাংলাদেশী হিসাবে যা ২৮ লাখ টাকা। অর্থাৎ মাসে ৮ লাখ টাকা শুধু রূপচর্চায় ব্যয় করেন এই প্রেসিডেন্ট।
ফারসি ম্যাগাজিন লে পয়েন্ট গত বৃহস্পতিবার এই খবর প্রকাশ করে। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম তিন মাসে ৩৯ বছর বয়সী ম্যাঁখো রূপচর্চার পেছনে প্রতিদিন ৩৩০ ডলার করে খরচ করেছেন। প্রতি মাসে খরচ করেছেন গড়ে ১০ হাজার ডলার। আর পুরো খরচই গেছে ফরাসি জনগণের দেওয়া কর থেকে।
এ খবর ফাস হওয়ার পর মৃদু সমালোচনায় পড়েছেন তিনি। জানা গেছে সংবাদ সম্মেলন, জনসম্মুখে আসা ও বিদেশ যাত্রা কালে মেকাপ করেন ম্যাখো।
ফরাসি প্রেসিডেন্টদের এই অর্থ অপচয় নতুন কিছু নয়। চুল কেটে ১১ হাজার ডলার জলাঞ্জলি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। এবং এদের দলে আরো ছিলেন নিকোলস সারকোজিও, তিনিও চেহারার পিছনে বেশ খরচ করতেন। তবে ম্যাখো একটু বেশিই খরচ করেছে।
-আগামী ডেস্ক