নেপালে বিমান দুর্ঘটনায় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছেছে সেনাবাহিনীর বিশেষ বিমান।
নেপালের কাঠমাণ্ডু থেকে দুপুর ২:৩৫ মিনিটে রওনা হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জ াতিক বিমানবন্দরে সেনাবাহিনীর বিশেষ বিমানটি পৌঁছায় বিকেল ৪:০৫ মিনিটে।
বিমানবন্দরে নিহতদের মৃতদেহ গ্রহণ করতে উপস্থিত হয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিমানমন্ত্রী শাজাহান কামাল।
সেখানে বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিশেষ নিরাপত্তায় কফিনে মোড়া মরদেহগুলো নামানো হয়,বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাদের নামাজে জানাজা। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাজা ও শ্রদ্ধা জানানোর পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এর আগে, কাঠমাণ্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজন এবং ওই দুর্ঘটনায় আহত আরও দু’জনকে নিয়ে নেপাল থেকে ইউএস বাংলার একটি বিশেষ বিমান ঢাকায় পৌঁছেছে।
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
ময়নাতদন্ত সাপেক্ষে এদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।