গাজায় ত্রাণের আশায় খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে আসা শিশু আমিরও রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে। মাত্র এক মুঠো চাল ও ডাল পাওয়ার পরই তাকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। হৃদয়বিদারক এই ঘটনার বিবরণ দিয়েছেন গাজায় কর্মরত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এক মার্কিন স্বেচ্ছাসেবক ও সাবেক সেনাসদস্য অ্যান্থনি আগুইলার।
গত ২৮ মে আমিরের মৃত্যুর সাক্ষী অ্যান্থনি বলেন, “খালি পায়ে, প্রচণ্ড রোদের নিচে, রোগা শরীরে আমির এসেছিল খাবারের জন্য। খাবার পেয়েই আমার হাত চুমু খেয়ে ধন্যবাদ জানায়। পরে ভিড়ের সঙ্গে মিশে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন, গাজার সেই দিনটি অন্য দিনের চেয়ে আলাদা ছিল না, তবে মৃত্যুর ক্ষণ এসেছিল অনেক দ্রুত। আমিরের মৃত্যুর মাধ্যমে আরও একবার সামনে এসেছে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ মানবিক বিপর্যয়, যেখানে বেঁচে থাকার চেষ্টাই হয়ে উঠেছে মৃত্যুর কারণ।