Thursday, July 3, 2025
32.1 C
Dhaka

ইউক্রেনকে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ জটিল রূপ নেওয়ায় ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি একথা জানান।

তিনি জানান, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক পর্যালোচনার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বিভিন্ন দেশে সামরিক সহায়তা ও অংশীদারত্ব মূল্যায়ন করে নেওয়া হয়েছে।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, কোন কোন অস্ত্র বা চালান স্থগিত করা হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে এয়ার ডিফেন্স মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকতে পারে।

মার্কিন প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী এলব্রিজ কোলবি বলেন, ‘ট্রাম্পের সামনে এখনো ইউক্রেনকে সহায়তা দেওয়ার বেশ কিছু বিকল্প রয়েছে।’ তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বজায় রাখার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক মজুত বিপজ্জনকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানকে জিজ্ঞেস করলেই সে বিষয়টি পরিষ্কার হবে।’ তিনি গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে চালানো মার্কিন হামলার প্রসঙ্গ টেনে এ কথা বলেন।

গত সপ্তাহে নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘আমরা দেখব কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কি না।’

বৈঠক প্রসঙ্গে ট্রাম্প জানান, আগে কিছুটা উত্তেজনা ছিল, তবে এবার জেলেনস্কি খুবই ভদ্র ব্যবহার করেছেন।

এর আগে মার্চ মাসে হোয়াইট হাউসে দুজনের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডার পর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে স্থগিত করা হয়, যা পরে আবার চালু হয়। এপ্রিলের শেষ দিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে খনিজ সম্পদের ওপর মার্কিন প্রবেশাধিকার দেওয়ার বিনিময়ে সামরিক সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ইউক্রেন রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি অস্ত্র কারখানায় হামলা চালায়, যাতে অন্তত তিনজন নিহত হন। সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এ শহরটি রাশিয়ার সামরিক উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি: পেন্টাগনের মূল্যায়নে কী উঠে এল

ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই...

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কোথায় আটকে আছে?

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: অগ্রগতি হলেও জট কাটেনি ৯ জুলাইয়ের আগেই...

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্যপট

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে মহাবিশ্বের দুর্লভ সব দৃশ্য বাংলা...

তাইজুল ছাড়া সবার জন্য র‍্যাঙ্কিং যেন দুঃসংবাদ

কলম্বো টেস্টে বড় হার, র‍্যাঙ্কিংয়েও ধস বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো...

নববর্ষে ড্রোন শো পরিচালনাকারী কোম্পানির ভ্যাট মওকুফ করেছে সরকার

বাংলা নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখে রাজধানীর মানিক মিয়া...

ঢাকায় প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ রিয়াল ছিনতাই, আটক ৬ পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি...

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা...

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে লবণসহিষ্ণু গমের নতুন জাত জিএইউ গম ১’ উদ্ভাবন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ উচ্চ লবণসহিষ্ণু গমের নতুন...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img