Sunday, July 6, 2025
26.6 C
Dhaka

২ বিলিয়ন ডলারের জালিয়াতি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় ব্যবসায়ী নেহাল মোদি

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নেহাল মোদি, ২ বিলিয়ন ডলারের ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত

বিশাল অঙ্কের ব্যাংক জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদির ছোট ভাই নেহাল দীপক মোদি। প্রায় ১৪ হাজার কোটি রুপি, অর্থাৎ প্রায় ২ বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ জুলাই) এনডিটিভি জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে গত ৪ জুলাই তাকে গ্রেপ্তার করে মার্কিন কর্তৃপক্ষ।

এই গ্রেপ্তারকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) দুর্নীতির তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নেহাল মোদিকে ভারতে প্রত্যর্পণ করতে দীর্ঘদিন ধরে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলছিল। তিনি রেড কর্নার নোটিশের বৈধতা নিয়ে আপত্তি তুললেও তা খারিজ হয়ে যায়, যার পরেই গ্রেপ্তার সম্ভব হয়।

২০১৮ সালে প্রকাশ্যে আসা পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত ছিলেন নীরব মোদি। তার বিরুদ্ধে অর্থ পাচার, তদন্তে বাধা দেওয়া এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে তাকে সরাসরি সহযোগিতা করেন নেহাল মোদি। তদন্তে উঠে এসেছে, তিনি শেল কোম্পানি ও বিদেশি লেনদেনের মাধ্যমে দুর্নীতির অর্থ গোপন ও স্থানান্তর করেছেন।

এই মামলায় পরবর্তী শুনানি হবে ১৭ জুলাই। এর আগে নেহালের পক্ষ থেকে জামিনের আবেদন করা হতে পারে, তবে মার্কিন প্রসিকিউশন জামিনের বিরোধিতা করার কথা জানিয়েছে।

ভারতের ইতিহাসে অন্যতম বড় এই ব্যাংক কেলেঙ্কারিতে পিএনবি প্রায় ১৩ হাজার ৫০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়ে। এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬ হাজার ৪৯৮ কোটি এবং তার চাচা মেহুল চোকসির বিরুদ্ধে ৭ হাজার ৮০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে।

নীরব মোদিকে ২০১৯ সালের মার্চে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে লন্ডনের একটি কারাগারে বন্দি এবং ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, মেহুল চোকসি বর্তমানে অ্যান্টিগার একটি কারাগারে আটক।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে পিএনবি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর আগেই নীরব মোদি ও মেহুল চোকসি দেশ ছেড়ে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, পিএনবির মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার কিছু কর্মকর্তার সহায়তায় তারা এই বিশাল অর্থ জালিয়াতি করেন, যা ভারতের ব্যাংকিং খাতের অন্যতম বড় কেলেঙ্কারিতে পরিণত হয়।

 

 

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’: এর অর্থ ও পেছনের ব্যাখ্যা

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’: ইতিহাস, অর্থ ও...

এশিয়ার আকাশে বাঘিনীদের হুংকার

তুর্কমেনিস্তানের জালে গোলবৃষ্টি, গ্রুপ পর্বে দাপুটে জয় বাংলাদেশের নারীদের এশিয়া...

তানভীরের ঘূর্ণিতে টাইগারদের দারুণ প্রত্যাবর্তন

তানভীরের ঘূর্ণিতে জমে উঠল সিরিজ, টাইগারদের দারুণ প্রত্যাবর্তন শেষ পর্যন্ত...

১০২ বছর বয়সী চিকিৎসকের মুখে দীর্ঘ জীবন ও তারুণ্য ধরে রাখার রহস্য

বিশ্বের সবচেয়ে বয়সী সক্রিয় চিকিৎসক ডা. হাওয়ার্ড টাকার। ১৯৪৭...

সরকারি অনুমোদন না মেলায় চীনে যাত্রা অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

সরকারি ছাড়পত্র না মেলায় চীন সফর অনিশ্চিত শাবিপ্রবি ও...

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্যে থামলেও ক্ষতি নয়

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্য রানে থামলেও ক্ষতি নয় এজবাস্টন...

ঢাকার পূর্ব নয়াটোলায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার পূর্ব নয়াটোলায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকার মগবাজারের...

আকারে বাড়ছে প্রমোদতরি, দাম কত পড়ছে?

বড় হচ্ছে প্রমোদতরির আকার, কত পড়ছে দাম? আন্তর্জাতিক বাজারে প্রমোদতরি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img