আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকেরা। আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মদ্যপান, স্থূলতা ও হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য ঝুঁকি নিয়ন্ত্রণে না আনলে ২০৫০ সাল নাগাদ প্রতিবছর ১৫ লাখ ২০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে।
বিশ্বমানের ক্যানসার পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ক্যানসার অবজারভেটরি (জিসিও)’ গবেষণাটি করেছে। বর্তমানে প্রতিবছর প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যানসারে আক্রান্ত হন। মৃত্যুহার বিবেচনায় এটি বিশ্বের তৃতীয় মারাত্মক ক্যানসার। গবেষণা অনুযায়ী, ২০৫০ সালে এ রোগে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ১৩ লাখ ৭০ হাজারে।
বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসারের পাঁচটির মধ্যে অন্তত তিনটি প্রতিরোধযোগ্য। এর প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে মদ্যপান, ভাইরাসজনিত হেপাটাইটিস এবং স্থূলতা থেকে যকৃতে চর্বি জমা (এমএএসএলডি)। আগে এটি ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ নামে পরিচিত ছিল।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, হেপাটাইটিস বি প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো জন্মের পরপরই টিকা দেওয়া। তবে বিশেষ করে সাব-সাহারান আফ্রিকার মতো দরিদ্র দেশগুলোতে টিকাদানের হার এখনও অত্যন্ত কম। এই ধারা অব্যাহত থাকলে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে মারা যেতে পারে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ।
গবেষকেরা সতর্ক করে বলেছেন, ২০৫০ সালে লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ২১ শতাংশের কারণ হবে মদ্যপান, যা ২০২২ সালের তুলনায় ২ শতাংশ বেশি। একই সময়ে স্থূলতা-জনিত কারণে রোগটির হার বেড়ে দাঁড়াতে পারে ১১ শতাংশে।
বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ বৃদ্ধির ঝুঁকি রোধে এখনই বৈশ্বিকভাবে ব্যবস্থা নেওয়া জরুরি। জনসচেতনতা বাড়ানো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার স্থূল ও ডায়াবেটিস আক্রান্ত মানুষদের মধ্যে লিভার ক্যানসারের ঝুঁকি নিয়ে প্রচার চালানো এখন সময়ের দাবি।