Friday, August 1, 2025
26.5 C
Dhaka

২৩ বছর জেল খাটার পর প্রমাণিত হল নির্দোষ !

জীবনের টানা ২৩ বছর কারাগারের গারদের ভেতর কাটিয়েছেন শিকাগোর নেভেস্ট কোলম্যান (৪৯)। ১৯৯৪ সালে আন্টুইনিকা ব্রিজম্যানকে (২০) ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায়ে কোলম্যানকে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২৩ বছর পর তাঁর জীবনে এক ‘মিরাকল’ ঘটে গেল। ডিএনএ টেস্টে বেরিয়ে এলো তিনি সেই হত্যার সঙ্গে জড়িতই ছিলেন না ! তিনি নির্দোষ !

‘ইনোসেন্ট প্রজেক্ট’ নামে শিকাগোর এক সংস্থার সূত্রে জানা যায়, কোলম্যান এবং আরো দুই ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছিল শিকাগো পুলিশ। এরপর তাঁদের রায় ঘোষণা করতে আরো তিন বছর লেগে যায়। আইনজীবীরা বারবারই তাঁর রায়কে মৃত্যুদণ্ডের দিকে ঢেলে দিচ্ছিলেন। কিন্তু তাঁর বন্ধু পো, স্মিথসহ অন্যদের সাক্ষ্যের কারণে তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান। তবে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৬ সালে নেভেস্টের মামলাটির পুনঃতদন্ত শুরু হয়। মামলার আলামত ডিএনএ পরীক্ষার জন্য অপরাধ গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষায় তাঁর নির্দোষ হওয়ার প্রমাণ বেরিয়ে আসে। এরপর ওই বছরেরই নভেম্বরে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। হোয়াইট সক্স স্টেডিয়ামে খেলতেন নেভেস্ট কোলম্যান। জেল থেকে বেরিয়েই বললেন, ‘আমি কিছুক্ষণের জন্য সেখানে আবার বসতে চাই। আমার পরিবারের খোঁজ নিতে চাই। এরপর কোমিস্কি পার্কে আবারও ফিরতে চাই আমি।’

শিকাগোর হোয়াইট সক্সের সঙ্গে আবারও কাজ করতে পেরে খুবই খুশি কোলম্যান। তিনি বলেন ‘আমাকে নতুন করে নিয়োগ দিতে হবে না তাদের। হোয়াইট সক্স আমাকে যে সুযোগ দিল তাতে আমি খুবই আনন্দিত।’ হোয়াইট সক্স কর্তৃপক্ষ থেকে বলা হয়, ‘দুই দশক পরে হলেও কোলম্যান সুবিচার পেয়েছে এতে আমরা কৃতজ্ঞ। একটা লম্বা সময় পেরিয়ে গেছে, কিন্তু আমরা হোয়াইট সক্স পরিবার তাঁকে আবারও স্বাগত জানানোর সুযোগ পেয়েছি, এটা বিশাল। এতেই আমরা রোমাঞ্চিত।

তবে এত বছরের অহেতুক কারাভোগে কোনো ক্ষোভ নেই কোলম্যানের মনে। তিনি বলন ‘আমি কষ্ট পেলে, আমার চারপাশের মানুষগুলো কষ্ট পাবে। রাগ করলে, তারাও রাগ করবে। রাগ কেন করব? এটা নতুনভাবে বাঁচার সময়। আমার ছেলে, মেয়ে নাতি, নাতনী আছে। আমার কষ্টের কারণে তাদের কেন কষ্ট দেব? আমি এতদিন বেঁচেছি এবং আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কখনো তো রাগ করিনি।’

কোলম্যানের দুই বন্ধু জেরি পো এবং হ্যারি স্মিথ ১৯৯০ সাল থেকে তাঁকে সঙ্গ দিয়ে আসছে। তাঁরা এখনো হোয়াইট সক্সেই আছেন। মামলা চলাকালীন তাঁরাই বারবার কোলম্যানের সৎচরিত্রের সাক্ষ্য দিচ্ছিলেন। এই ২৩ বছর বন্ধুর জন্যে অপেক্ষা করছিলেন এই দুই বন্ধু।

বন্ধুদের দেখে আপ্লুত হন কোলেম্যানও। তিনি বলেন, ‘আমাকে স্বাগত জানাতে ওরা দাঁড়িয়ে ছিল। এটা খুব আনন্দের একটা মুহূর্ত। তাঁরা শুধু আমার জন্য অপেক্ষা করছিল। এটা অসাধারণ অনুভূতি। মাঠে হাঁটা, এটাও সম্পূর্ণ আলাদা অনুভূতি।’

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বর্ষায় শাকপাতা খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা

শাকসবজি হলো সুস্থ ও পুষ্টিকর খাদ্যের অন্যতম প্রধান অংশ।...

মাছের মাথা খাওয়ার পুষ্টিগুণ, জানুন বিজ্ঞানসম্মত বিশ্লেষণ

মাছের মাথা খাওয়া কি স্বাস্থ্যকর? জানুন গবেষণালব্ধ উপকারিতা বাংলাদেশের রন্ধনসংস্কৃতিতে...

জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?

বিশ্বজুড়ে যখন কম বয়সেই নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর...

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক সাতটি ঘরোয়া মসলা

স্বাস্থ্য সচেতনতার যুগে অন্ত্রের সুস্থতা এখন শুধু হজমের সীমায়...

চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিটেনশন আইনের প্রয়োগ: পুলিশ সদরদপ্তরের বৈঠকে কঠোর নির্দেশনা

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতা...

ফিলিস্তিনকে স্বীকৃতি সেপ্টেম্বরে: কূটনৈতিক কৌশল নাকি আন্তর্জাতিক চাপের ফল

চলতি বছরের জুলাই পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন...

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।...

এক বছরে আইনি সংস্কার, ডিজিটালাইজেশন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গতি—আইন মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরা হলো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img