আমার হিজাব…. আমার জিবনকে আরো সুন্দর করে’ এমন স্লোগানে ওয়াকফ মন্ত্রণালয়ের দেয়া একটি বিলবোর্ড বিজ্ঞাপন নিয়ে দেশটি একমাত্রী নারী এমপির বক্তব্যে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, রাস্তার পাশে বিলবোর্ডে হিজাবের বিজ্ঞাপন দেখে টুইটারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুয়েতের ৫০ সদস্য বিশিষ্ট সংসদের একমাত্র নারী সদস্য সাফা আল হাসেম।
তিনি এটাকে ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেন। হিজাবের বদলে জাতীয় ঐক্যের বিজ্ঞাপন দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। যদিও কেউ হিজাব পরতে চাইলে পরতে পারেন বলেও মনে করেন তিনি। মন্ত্রনালয়ের বিজ্ঞাপনটিতে বলা হয়, ‘আমার হিজাব…. আমার জিবনকে আরো সুন্দর করে’। সাফা আল হাসেম আরো বলেন, কুয়েতের মত একটি দেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান সেখানে হিজাবের বিজ্ঞাপন অগ্রহণযোগ্য।
তার এই টুইটের পর কুয়েতজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। ইসলামিক সংগঠনগুলো ও রক্ষণশীল সংসদ সদস্যরা তার বক্তব্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
তারা বলেন ইসলাম হল কুয়েতের রাষ্ট্রীয় ধর্ম তাই হিজাব বাধ্যতামুলক হিসেবেই থাকবে।
যুক্তরাষ্ট্রের পেনিসালভেনিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করা ৫৩ বছর বয়সী সাফা আল হাসেম ২০১২ সাল থেকে এমপির দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় বির্তকিত মন্তব্য করে কুখ্যাতি অর্জন করেছেন। এর মধ্যে বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স না দেয়া বা তাদের রাস্তায় হাঁটার উপর কর আরোপ করার কথা উল্ল্যেখযোগ্য।