সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা সালমানের প্রাসাদের পাশে গুলি করে একটি ড্রোন ভূপাতিত করেছে সেনা সদস্যরা। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় বাদশা সালমান প্রাসাদে ছিলেন না। তিনি তখন দিরিয়াতে নিজের ফার্মে ছিলেন। রাজপ্রাসাদের কাছে গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি খেলনা ড্রোন রিয়াদের খোজামা এলাকার আকাশে আসার পর সেটি লক্ষ্য করে সেনা সদস্যরা গুলি চালায়। খোজামা এলাকায় সৌদি রাজপ্রাসাদ অবস্থিত।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় সম্প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আকাশে একটি ড্রোন শনাক্ত করার পর সেনা সদস্যরা নির্দেশ অনুযায়ী সেটি লক্ষ্য করে গুলি চালায়।