রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি সতর্কতায় যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ এক পোস্টে ট্রাম্প সবাইকে সতর্ক থাকার পাশাপাশি মনোবল ঠিক রাখার আহ্বান জানান। তিনি বলেন, “সুনামি সতর্কতা জারি করা অঞ্চলগুলোর বাসিন্দাদের প্রতি অনুরোধ—মনোবল হারাবেন না, নিরাপদে থাকুন।”
এর আগে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৮.৭ এবং সর্বশেষ ৮.৮ করা হয়। এই মাত্রা অনুযায়ী এটি বিশ্বের ইতিহাসে ষষ্ঠ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। এরই মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলে সুনামির ঢেউ আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি সর্তকতা ব্যবস্থা নেওয়া হচ্ছে।