Wednesday, July 9, 2025
25.9 C
Dhaka

শুল্ক আরোপে বিলম্ব করলেন ট্রাম্প, তবু ব্যবসায়িক অনিশ্চয়তা কাটছে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল আজ থেকে। তবে বাণিজ্য চুক্তি না সই হওয়া সত্ত্বেও এই শুল্ক আরোপের সময়সীমা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। শুল্ক আরোপে বিলম্ব করায় বাণিজ্য অংশীদারদের জন্য কিছুটা সময় বাড়লেও, ব্যবসায়িক ক্ষেত্রে বাড়ছে অনিশ্চয়তা।

অর্থনীতিবিদদের মূল্যায়ন
অধিকাংশ মূলধারার অর্থনীতিবিদ শুল্ক আরোপের বিরোধিতা করে থাকেন। কারণ, গবেষণায় দেখা গেছে—শুল্ক আরোপকারী দেশই শেষ পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন খরচ বাড়ে, কর্মসংস্থানে চাপ পড়ে এবং ভোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। যদিও এখন পর্যন্ত ট্রাম্পের আগের শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বা কর্মসংস্থানে বড় প্রভাব পড়েনি, তবু বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রভাব সাময়িকভাবে ধীর গতিতে সামনে আসতে পারে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক উপমায় বলেন, “মূল্যস্ফীতি এখন এমন এক কুকুরের মতো, যে ঘেউ ঘেউ করছে না।” অর্থাৎ মূল্যস্ফীতির প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে।

শুল্কের প্রভাব
শুল্ক হলো আমদানি পণ্যের ওপর কর, যা উৎপাদন খরচ ও ভোক্তা দামে সরাসরি প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের মোট আমদানির অর্ধেকের বেশি অংশই হলো মধ্যবর্তী পণ্য, যা চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। ফলে শুল্ক আরোপ মানে খরচ বাড়া, যা ভোক্তার কাঁধেই পড়ে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সময় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের গবেষণায় দেখা গেছে, এসব খরচ বাজারে সরাসরি প্রতিফলিত হয়। দাম বাড়ে। এছাড়া, শুল্ক বৃদ্ধির কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ করনীতি নিয়ে অনিশ্চয়তায় পড়ে। ছোট ব্যবসাগুলোর বিনিয়োগ পরিকল্পনা কমে যায়।

চাকরি ও অর্থনীতিতে বিরূপ প্রভাব
শুল্ক আরোপ কর্মসংস্থান বৃদ্ধির বদলে কখনো কখনো বেকারত্ব বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, ২০১৮ সালের ইস্পাত শুল্কে যুক্তরাষ্ট্রে স্টিল-নির্ভর খাতে কর্মসংস্থান কমে যায়। একইভাবে, ফেডারেল রিজার্ভ বোর্ডের এক গবেষণায় দেখা যায়, শুল্ক খরচ বাড়ায়, চাকরি কমায়, এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর অন্য দেশগুলো প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে, যার ফলে ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়।

দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব
১৯৬৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫১টি দেশের তথ্য বিশ্লেষণ করে এক গবেষণায় দেখা যায়, দীর্ঘ মেয়াদে শুল্ক অর্থনীতিকে সংকুচিত করে। শুল্ক কম থাকলে দেশগুলো প্রতিযোগিতামূলক খাতগুলোতে দক্ষতা কাজে লাগাতে পারে। কিন্তু শুল্ক বাড়ালে সেই দক্ষতা ব্যবহারে বাধা পড়ে।

বিকল্প নীতির পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, শিল্প রক্ষা ও দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য শুল্ক নয়, বরং নির্দিষ্ট খাতে প্রণোদনা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি কার্যকর হতে পারে। শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ ও নতুন খাতে স্থানান্তরের মাধ্যমে ‘ন্যায়সংগত রূপান্তর’-এর মাধ্যমে এই প্রভাব মোকাবিলা করা যেতে পারে।

বাণিজ্য ঘনিষ্ঠতা ও নিরাপত্তা
জেপি মর্গানের অর্থনৈতিক বিশ্লেষক ডেভিড কেলি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক বাণিজ্য কেবল লাভ-লোকসানের বিষয় নয়, এটি আন্তর্জাতিক শান্তি ও সংঘাত নিরসনের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গভীর হয়, তখন যুদ্ধ বা দ্বন্দ্বের ঝুঁকি কমে।

উপসংহার
শুল্ক আরোপে বিলম্ব এবং অনিশ্চয়তা মার্কিন অর্থনীতিতে ধীরে ধীরে প্রভাব ফেলছে। অর্থনীতিবিদেরা সতর্ক করছেন, ব্যবসার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে শুল্কের পরিবর্তে কৌশলগত, নির্দিষ্ট খাতভিত্তিক প্রণোদনা এবং স্বচ্ছ নীতি গ্রহণই হতে পারে কার্যকর সমাধান।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

এমবাপ্পে নাকি ভিনিসিয়ুস: পিএসজির বিপক্ষে রিয়ালের একাদশে কার জায়গা পাকা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগমুহূর্তে কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি রিয়াল...

এসএসসি ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা: শিক্ষা উপদেষ্টা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে...

গুজরাটে সেতু ধসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ১০

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩...

বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২৩৫ ফুট গভীরে দুর্ঘটনায় চীনা প্রকৌশলীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১ হাজার ২৩৫ ফুট গভীরে...

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১১৬৭টি মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারে যুক্তরাষ্ট্র, ইসরায়েলে ঘাঁটি ও অস্ত্র মজুত বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব আরও শক্তিশালী করতে ইসরায়েলের মাটিতে সামরিক...

ইন্টার মায়ামির সঙ্গেই চুক্তি নবায়নের পথে লিওনেল মেসি

৩৮ বছর বয়সেও লিওনেল মেসির পায়ে এখনও অব্যাহত জাদু।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img