রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। রবিবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।
পরে সংক্ষিপ্ত বিজয়ী ভাষণে পুতিন বলেন, রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করেছি। সেই জন্য ভোটও পেয়েছি। বিগত বছরগুলোর জটিল পরিস্থিতিতে আমার কাজের ফলাফল এটি। তিনি আরও বলেন, রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করেছি। সেই জন্য ভোটও পেয়েছি।
পুতিন বলেন, বিগত বছরগুলোর জটিল পরিস্থিতিতে আমার কাজের ফলাফল এটি। এই বিশ্বাস এবং আশাতেই দায়িত্বশীলভাবে ভবিষ্যতের কাজ চালিয়ে যেতে হবে আমাদের। আমাদের এই ঐক্যকে রক্ষা করতে হবে।
সূত্র: আল-জাজিরা