যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের পুরস্কার ২০১৯ সালে একসঙ্গে দেওয়া হবে। খবর বিবিসির। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। দুই বিশ্বযুদ্ধের সময় ৬ বছর এবং ১৯৩৫ সালে এ পুরস্কার দেওয়া হয়নি। কারণ সেই বছর কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।
যৌন হয়রানি নিয়ে সরব হওয়ার আন্দোলন #মি টু ক্যাম্পেইনে অনুপ্রাণিত হয়ে গত নভেম্বরে সুইডিশ একাডেমির সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসনের স্বামী জ্যাঁ ক্লদ আরনল্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন ১৮ নারী। এরপর ফ্রস্টেনসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিপক্ষে ভোট দেয় একাডেমি। এ সিদ্ধান্তের প্রতিবাদে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি থেকে তিন সদস্য ক্লাস অস্টেরগ্রেন, কোজেল ইসেপমার্ক এবং পিটার ইংলুন্ড সরে দাঁড়ান।
এর কিছুদিন পর যৌন অসদাচরণের অভিযোগ তদন্তে যথাযথ ভূমিকা পালন করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সুইডিশ একাডেমি প্রধানের পদ থেকে সরে দাঁড়ান স্থায়ী সম্পাদক সারা দানিয়ুস।
এসব সদস্যের পদত্যাগের ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়।