যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর নতুন বাসিন্দাদের জন্য দিচ্ছে চমকপ্রদ এক প্রস্তাব—শুধু সেখানে থাকলেই মিলবে প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের সহায়তা। শহরটির নাম পোউনি, যা জনসংখ্যার ঘাটতি পূরণে ও জনজীবনে প্রাণ ফেরাতে এমন উদার প্রকল্প হাতে নিয়েছে।
যারা ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশে নতুন জীবন শুরু করতে চান, তাদের জন্য পোউনি হতে পারে আদর্শ গন্তব্য। শহরটিতে বসবাসের জন্য দেয়া হচ্ছে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা)। অর্থটি নগদে না মিললেও, এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। বাকিটা পরিশোধ করতে হবে নিজ খরচে।
শহরের জীবনযাপন ও সুযোগ-সুবিধা
পোউনিতে বসবাসের জন্য রয়েছে প্রয়োজনীয় সব নাগরিক সুবিধা। হাঁটার দূরত্বেই মিলবে স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক সেবা। পাশাপাশি রয়েছে হাইকিং, মাছ ধরা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ—যা শান্ত ও স্বস্তিদায়ক জীবনযাপনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে।
কেন এমন অফার দিচ্ছে শহরটি?
১৮৮০ সালে গড়ে ওঠা পোউনি শহরে একসময় ১,৫০০ জনের বেশি মানুষ বসবাস করত। তবে ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী, এই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৮৫০ জনে। জনসংখ্যা হ্রাসের এই চ্যালেঞ্জ মোকাবিলায় শহরটির স্থানীয় সরকার নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে এই উদার প্রকল্প চালু করেছে।
কাদের জন্য এই সুযোগ?
এই প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন—
পরিবারসহ শহর বদল করতে ইচ্ছুক ব্যক্তি
অবসরপ্রাপ্ত নাগরিক
একক পেশাজীবী
ঘরে বসে কাজ করেন এমন রিমোট কর্মী
তবে আবেদনকারীদের নির্ধারিত একটি বার্ষিক আয়ের মানদণ্ড পূরণ করতে হবে। যোগ্যতা প্রমাণ করতে পারলেই মিলতে পারে বাড়ি কেনার জন্য নগদ সহায়তা।
নতুন এক শুরু, নিরিবিলি পরিবেশে বসবাস, আর বাড়ি কেনার সহায়তা—সব মিলিয়ে পোউনি হতে পারে যেকোনো মানুষের জন্য নতুন জীবনের দ্বার।
সূত্র: নিউজউইক