গাজা উপত্যকার জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল তেলআবিবের রাস্তাঘাট
শনিবার (৫ জুলাই) গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক তেলআবিবের রাস্তায় নামে। তারা কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে সরকারের কাছে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সকল জিম্মির মুক্তি নিশ্চিত হয়।
বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে ‘সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি’ চেয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। জিম্মি পরিবারের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
এরই মধ্যে ইসরায়েল কাতারের দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনা চালাতে একটি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমায় চুক্তির সম্ভাবনায় আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে গেছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বর্তমানে গাজায় প্রায় ২০ জন জিম্মি রয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য, যদিও ফিলিস্তিনি কারাগারে ১০ হাজারেরও বেশি বন্দি রয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো এ বন্দিদের নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার উল্লেখ করেছে।
আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসলেও ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় গণহত্যার মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার ফলে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫৭ হাজারেরও বেশি, তাদের অধিকাংশই নারী ও শিশু।