থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদ হারালেও সংস্কৃতি মন্ত্রী হলেন পেতংতার্ন
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদ হারালেও নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর তিনি এবার সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার ব্যাংককে গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ও নতুন মন্ত্রিসভার আরও ১৩ সদস্য শপথ নেন। শপথের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে থাইল্যান্ডে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ফুমথাম ওয়েচাইয়াচাই। শপথ গ্রহণের পর তিনি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন এবং সাংবাদিকদের সামনে সরকারের অগ্রাধিকার বিষয়ে বক্তব্য দেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি বিতর্কিত ফোনালাপের কারণে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েন। ফোনালাপটি ফাঁস হওয়ার পর তাঁর বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ ওঠে, যা দেশজুড়ে বিক্ষোভের জন্ম দেয়। পরবর্তী সময়ে সাংবিধানিক আদালত পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করে এবং তাঁকে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
এর মধ্যেই বুধবার পরিবহনমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত একদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরদিন বৃহস্পতিবার দায়িত্ব পান ফুমথাম ওয়েচাইয়াচাই।