Tuesday, August 12, 2025
32.6 C
Dhaka

প্রথমবারের মতো হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জেনারেল দ্বিবেদী বলেন, হামাস, লস্কর-ই-তাইয়েবা (এলইটি), দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)সহ আরও কয়েকটি সংগঠন স্থায়ীভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণ। এতদিন ভারত আনুষ্ঠানিকভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের বহু দেশ ইতোমধ্যেই এই তকমা দিয়েছে। ফলে সেনাপ্রধানের এই মন্তব্য কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হামাস জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর তারা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

ভারতের অভিযোগ, ঐতিহাসিকভাবে কাশ্মীর ইস্যুতে জড়িত না হলেও এ বছরের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবসে’ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) হামাস সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তারা লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদসহ পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনের পোশাক পরিহিত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতের কাছ থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়া হবে’ এমন বক্তব্য দিয়েছেন। এসব ঘটনা নয়াদিল্লির নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ইসরাইল হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কারণে ভারত তখন সেই পদক্ষেপ নেয়নি।

জেনারেল দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত করছে যে, ‘অপারেশন সিঁদূর’-এর পর ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দক্ষিণ এশিয়ার বাইরেও বিস্তৃত হতে পারে এবং কাশ্মীর প্রেক্ষাপটে যুক্ত হওয়া আন্তর্জাতিক সংগঠনগুলোকেও এর আওতায় আনা হতে পারে।

সূত্র: এনডিটিভি

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বিপর্যয়ের মুখে ভারতের চিংড়ি রপ্তানি খাত

ভারতের অন্যতম প্রধান কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমানে...

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান দুর্ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক বিমান

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট...

ছক্কায় শীর্ষে অস্ট্রেলিয়া, রেকর্ড গড়েও পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল...

জয়ে চোখ রেখে বিকালে মাঠে নামছে আবাহনী

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আজ মাঠে নামছে দেশের দুই...

রোনালদোকে বিয়ের সম্মতি দিলেন জর্জিনা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে এগোচ্ছেন...

এশিয়া কাপে নাও থাকতে পারেন গিল, রাহুল ও যশস্বী

আগামী এশিয়া কাপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে...

দূষিত শহরের তালিকায় শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান ৭১তম

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে সৌদি আরবের রাজধানী...

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img