ফের রক্তাক্ত হল ইউরোপ৷ এবার আক্রান্ত প্যারিস৷ সেখানে এলোপাথারি ছুরিকাঘাতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ নিহত হয়েছে হামলাকারীও৷ তবে ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্যারিসের সর্বত্র। ফ্রান্সের সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ৷ টুইট করে পুলিশ জানিয়েছে, কেন ও কোন উদ্দেশে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে৷ এখনও অবধি হামলাকারীর নাম, পরিচয় জানা যায়নি৷
জানা গেছে, হামলাটি হয়েছে ব়্যু সেন্ট-অগস্টিনে৷ এই এলাকায় অনেক নামী রেষ্টুরেন্ট রয়েছে৷ গতকাল শনিবার সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়৷ সোশ্যাল মিডিয়ায় হামলার মুহূর্তের অনেক ভিডিও পোস্ট করেন অনেকেই৷ তাতে দেখা গেছে, হামলার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে৷ প্রাণ বাঁচতে অনেকে পড়ে গিয়ে আহত হন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ছুরি নিয়ে একজনকে রাস্তায় তারা দেখতে পান৷ এরপর এলোপাথারি ছুরি চালাতে শুরু করেন তিনি৷ ছুরির আঘাতে দু’জন মারা যায়৷ আট জন আহত হয়৷ খবর পেয়ে পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার৷