রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতকে বরখাস্তের কয়েক ঘণ্টার মাথায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) মস্কোর উপকণ্ঠ ওদিন্তোসোভো এলাকায় নিজের ব্যক্তিগত গাড়ির ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। শরীরে ছিল গুলির চিহ্ন। রাশিয়ার তদন্ত কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
মাত্র ৫৩ বছর বয়সী স্তারোভোয়িত চলতি বছরের মে মাসে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে তিনি ছিলেন ইউক্রেন-সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর। সীমান্তে রুশ-ইউক্রেন সংঘাত এবং সুরক্ষা তহবিল ব্যবহারে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তাঁর নাম আলোচনায় আসে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবারই একটি নির্বাহী আদেশে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। কিছু গণমাধ্যম বরখাস্তের সঙ্গে দুর্নীতি তদন্তের সম্ভাব্য সংযোগের কথা জানালেও, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এটি ‘আস্থাহীনতার’ কারণে নয়।
স্তারোভোয়িতের মৃত্যুর পরপরই যোগাযোগমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে।