বিকেল সোয়া তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইটটি ১ ঘন্টা ৪০ মিনিট দেরি করবে।
মৃতরা হলেন, নজরুল ইসলাম, পিয়াস রয় এবং আলিফুজ্জামান।
নেপাল থেকে স্থানী সময় ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে আসবে এবং বাংলাদেশে পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে।
আজ সকালে মরদেহগুলো নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হরে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ। এরআগে লাশগুলোর পরিচয় শনাক্ত করা হয়।
সকাল ৯টায় দূতাবাসে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এই তিনজনের মরদেহ আসলে নিহত সবার অর্থাৎ মোট ২৬ জনের মরদেহই ঢাকায় আসবে।
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৫১ জন নিহত হন। বিমানটিতে ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, মালদ্বীপের ও চীনের একজন করে নাগরিক ছিলেন।