(আন্তর্জাতিক ডেস্ক)
সর্বশেষ নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি কারনে ক্ষমতা নেয়ার পরও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। তার মধ্যে একটি ছিলো একান্ত ঘনিষ্ঠ সহযোগী (ইনার সার্কেল) নিয়োগে স্বজনপ্রীতি। গত ২৯শে জানুয়ারি ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোষ্ট করা হয়। তখন তার পাশে ছিলেন ইনার সার্কেলের সাতজন মেম্বার। তার সহযোগী সদস্যরা ছিলেন ভাইস প্রেসিডেন্ট পেন্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন, চিফ অব স্টাফ প্রিবাস, চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যানন ও প্রেস সেক্রেটারি স্পাইসার। কিন্তু নিয়োগের মাত্র সাত মাসের মাথায় তার ইনার সার্কেলের পাঁচজন মেম্বারের মধ্যে নেই চারজনই।
গত শুক্রবার ব্যাননকে বরখাস্ত করার পর এই পাঁচজনের মধ্যে কোনমতে টিকে আছে মাত্র একজন। এই বিষয়টিকে ‘ট্রাম্পের উল্টো চাল’ বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সরকার গঠনে ট্রাম্পের স্বজনপ্রীতি উঠে এলে বেশ তোপের মুখে পড়েন তিনি। টাইমসের একটি আর্টিকেল ও দেশ-বিদেশের কঠিন সমালোচনার পর উক্ত পাঁচজনের একে একে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য করা হয়।