Sunday, August 10, 2025
32.9 C
Dhaka

গাজা নিয়ে ট্রাম্পের মন্তব্য: “এটা যুদ্ধ, গণহত্যা নয়”

গাজায় মানবিক সংকট প্রসঙ্গে ট্রাম্প: “যুদ্ধ দুঃখজনক, তবে গণহত্যা নয়”
গাজা উপত্যকায় চলমান খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলতে রাজি নন। রোববার নিউ জার্সির গলফ রিসোর্ট থেকে ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আমরা চাই ইসরাইল যেন গাজার মানুষকে খাওয়ায়। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি— মূলত খাবারের জন্য। আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মারা যাক।”

ট্রাম্প জানান, গাজার জন্য যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত মাত্র ৩ মিলিয়ন ডলারের সহায়তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে।

এ সময় তিনি গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (Gaza Humanitarian Foundation – GHF) এর কর্মকাণ্ডের প্রশংসা করেন। ট্রাম্পের ভাষায়,

“স্টিভ উইটকফ দারুণ কাজ করছে।”

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গত শুক্রবার দক্ষিণ গাজায় GHF পরিচালিত একটি সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর কার্যকর পরিকল্পনা তৈরির লক্ষ্যেই এই সফর।

তবে যখন এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, ইসরাইল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে কিনা— তখন তিনি সরাসরি এ শব্দটি ব্যবহার এড়িয়ে গিয়ে বলেন,

“আমি তা বলব না। এটা খুবই দুঃখজনক। ওরা এক যুদ্ধে আছে।”

মানবিক সংকট চরমে
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে আক্রমণের পর শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৬০,৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে।

ইসরাইলি অবরোধের ফলে খাদ্য, পানি ও ওষুধের সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করল ভারত, শুল্কের জবাব?

যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত...

দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার, প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ বৃহস্পতিবার। সরকারের...

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা...

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কিছু এলাকায় ভারি বর্ষণের সতর্কতা

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও ভারি...

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা, প্রথম চ্যালেঞ্জ লাওস

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (মঙ্গলবার) নিজেদের...

গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত, শিশু–বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকারে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি...

‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি...

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা: পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা, নিখোঁজ ১৫০ জনের বেশি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণের পর ঘটা আকস্মিক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img