ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে বেইত হানুন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রথমে একটি বিস্ফোরণ ঘটানো হয় এবং এরপর গুলিবর্ষণ করা হয়। এতে পাঁচ সেনা নিহত এবং আরও দুই সেনা গুরুতর আহত হন।
গাজা উপত্যকার বেইত হানুন অঞ্চলটি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু। হামাস যোদ্ধাদের সক্রিয়তা ঠেকাতে ইসরায়েল সেখানে বারবার অভিযান চালিয়ে যাচ্ছে।
সেনা নিহতের এ ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা। উল্লেখ্য, হামাস এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
এদিকে, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় দুই এলাকায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সেনাদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “হামাসকে পরাজিত করা এবং সব জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে অভিযান চালাতে গিয়েই তাঁরা জীবন দিয়েছেন।”
এই নিয়ে গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে। এর আগে দুই সপ্তাহ আগে সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরণে ইসরায়েলের আরও সাত সেনা প্রাণ হারান।