সরকারি চাকরির পেছনে না ছুটতে ভারতের ত্রিপুরা রাজ্যের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এর চেয়ে বরং পানের দোকানের ব্যবসা করতে বা গরু লালনপালন করে তার দুধ বিক্রি করে অর্থ উপার্জনের চেষ্টা করতে উৎসাহ দেন তিনি। আজ রোববার এক অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে এসব পরামর্শ দেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী।
বিপ্লব দেব বলেন, নিজেদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে, অন্যভাবে পয়সা রোজগারের চিন্তা করা উচিত। সরকারি চাকরির বিকল্প হিসেবে তিনি তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়ে বলেন, ‘পানের দোকান খুলুন কিংবা গরু কিনে দুধ দুইয়ে রোজগার করুন। তাতে বছরে একজন ১০ লাখ রুপি পর্যন্ত রোজগার করতে সক্ষম হবেন।’
এর আগে মহাভারতের যুগে ভারতে ইন্টারনেট ছিল বলে দাবি করেছিলেন বিপ্লব দেব। বিশ্বসুন্দরী ডায়ানা হেডেনের চেহারা নিয়েও তাঁকে কটাক্ষ করেন তিনি।
এই ধরনের বিতর্কিত মন্তব্য করে এরই মধ্যে সমালোচনার মধ্যমণি হয়ে পড়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।