যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কম্পটন এলাকায় এক নারীর বাড়ির ডোরবেল ক্যামেরায় ধরা পড়া একটি অস্বাভাবিক ছায়ামূর্তি ঘিরে শুরু হয়েছে জল্পনা—এটি কি এলিয়েন?
স্থানীয় বাসিন্দা জেসিকা ওর্তিজ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে রাতের বেলা বাড়ির সামনে একটি অস্বাভাবিক আকৃতির অবয়বকে হেঁটে যেতে দেখা যায়। ভিডিওটি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ওর্তিজ এনবিসি লস অ্যাঞ্জেলেসকে বলেন, “আমার ছেলে ভিডিওটি তিনবার দেখে চিৎকার করে বলে, ‘মা, এটা একটা এলিয়েন! পুলিশে ফোন করো।'” তবে তিনি হাসতে হাসতে বলেন, “এলিয়েনের জন্য পুলিশ ডাকলে লোকে আমাকে পাগল ভাববে।”
রহস্যময় ছায়া, নানা মত
ভিডিও ফুটেজে দেখা অবয়বটি এলিয়েন কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা তর্ক-বিতর্ক। কেউ কেউ বলছেন, এটি নিশ্চিতভাবেই ভিনগ্রহের প্রাণী। অন্যদের মতে, এটি হয়তো একজন মানুষ, যিনি মাথায় হালকা রঙের টুপি পরে বা ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিলেন—ক্যামেরার কোণ ও আলো-আঁধারির কারণে অবয়বটি ভিন্নরকম মনে হচ্ছে।
এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে চূড়ান্ত কিছু জানায়নি। ভিডিওটি বিশ্লেষণ করে ছায়ার প্রকৃত উৎস শনাক্ত করারও তেমন কোনো প্রচেষ্টা এখনো জানা যায়নি।
ওর্তিজের বিশ্বাস
ভিডিওটির রহস্যময়তা নিয়ে ওর্তিজ বলেন, “আমার মনে হয় এটা এলিয়েনই। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা এতটাই সৃজনশীল যে শুধু পৃথিবীতেই জীবন সীমাবদ্ধ থাকতে পারে না।”
বৈজ্ঞানিক অবস্থান
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে বহুদিন ধরেই বৈজ্ঞানিক গবেষণা চলছে। নানা সময়ে বিভিন্ন স্থানে এলিয়েন দেখার দাবি এলেও এখনো পর্যন্ত তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি।
উৎস: এনবিসি লস অ্যাঞ্জেলেস, ইনস্টাগ্রাম