Wednesday, July 30, 2025
31 C
Dhaka

উড়োজাহাজের ককপিট থেকেই গ্রেপ্তার পাইলট, যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত রুস্তম ভাগওয়াগার আটক

চ্যানেল আগামী ডেস্ক — যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ভারতীয় বংশোদ্ভূত পাইলট রুস্তম ভাগওয়াগারকে (৩৪)। যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫ মিনিটে। মিনিয়াপোলিস থেকে সানফ্রান্সিসকোগামী একটি বোয়িং উড়োজাহাজ সুনির্দিষ্ট সময়েই অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিট পর ককপিটে প্রবেশ করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের যৌথ টিম। সেখানে উপস্থিত হয়েই পাইলট রুস্তম ভাগওয়াগারকে হাতকড়া পরিয়ে আটক করা হয়।

জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৫ সালের এপ্রিল মাসে রুস্তমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানে অংশ নেয় হোমল্যান্ড সিকিউরিটির প্রায় ১০ জন গোয়েন্দা সদস্য এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। বিমানের সহ-পাইলটসহ অন্য ক্রুদের অভিযান সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি, যাতে অভিযুক্ত ব্যক্তি আগেভাগে কোনো তথ্য না পান।

এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “এই ঘটনায় আমরা বিস্মিত ও দুঃখিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় কর্মক্ষেত্রে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।”

ঘটনার সময় উড়োজাহাজে থাকা যাত্রীদের অনেকেই তখনও বিমানের ভেতরে ছিলেন। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম উদ্বেগ ও বিস্ময়ের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে ‘চাঞ্চল্যকর’ আখ্যা দিয়ে ব্যাপকভাবে ফলাও করে প্রচার করছে। তদন্ত চলমান রয়েছে, এবং পাইলট রুস্তম ভাগওয়াগারকে আদালতে হাজির করার পর অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টি খুন ও ৪১টি ছিনতাই : ডিএমপি

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজধানীর ৫০টি থানায়...

গোপালগঞ্জে ১৩ মামলায় আসামি ১৫ হাজারের বেশি

গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার...

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে অগ্রগতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি নিয়ে উচ্চ...

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে পারে...

চার দশকে ৪০ সিনেমার চুক্তি, কিন্তু হারিয়ে গেলেন জুগল হংসরাজ

১৯৭২ সালের ২৬ জুলাই, মুম্বাইয়ে জন্ম নেওয়া জুগল হংসরাজ...

আগামী ৫ দিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img