চ্যানেল আগামী ডেস্ক — যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ভারতীয় বংশোদ্ভূত পাইলট রুস্তম ভাগওয়াগারকে (৩৪)। যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫ মিনিটে। মিনিয়াপোলিস থেকে সানফ্রান্সিসকোগামী একটি বোয়িং উড়োজাহাজ সুনির্দিষ্ট সময়েই অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিট পর ককপিটে প্রবেশ করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের যৌথ টিম। সেখানে উপস্থিত হয়েই পাইলট রুস্তম ভাগওয়াগারকে হাতকড়া পরিয়ে আটক করা হয়।
জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৫ সালের এপ্রিল মাসে রুস্তমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানে অংশ নেয় হোমল্যান্ড সিকিউরিটির প্রায় ১০ জন গোয়েন্দা সদস্য এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। বিমানের সহ-পাইলটসহ অন্য ক্রুদের অভিযান সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি, যাতে অভিযুক্ত ব্যক্তি আগেভাগে কোনো তথ্য না পান।
এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “এই ঘটনায় আমরা বিস্মিত ও দুঃখিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় কর্মক্ষেত্রে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।”
ঘটনার সময় উড়োজাহাজে থাকা যাত্রীদের অনেকেই তখনও বিমানের ভেতরে ছিলেন। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম উদ্বেগ ও বিস্ময়ের পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে ‘চাঞ্চল্যকর’ আখ্যা দিয়ে ব্যাপকভাবে ফলাও করে প্রচার করছে। তদন্ত চলমান রয়েছে, এবং পাইলট রুস্তম ভাগওয়াগারকে আদালতে হাজির করার পর অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।