মিত্রদের তরফ থেকে অনেক আহ্বান-অনুরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তিকে তিনি ‘ক্ষতিকর এবং ক্ষীয়মান’ বলেও অভিহিত করেছেন। একজন নাগরিক হিসেবে তার কাছে এ চুক্তিটি ‘বিব্রতকর’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ মে) রাতে এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দেন। তবে তার এ সিদ্ধান্ত ‘অবৈধ’ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের পারমাণবিক কার্যক্রম রুখতে ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ফান্স এবং ব্রিটেন একটি চুক্তি স্বাক্ষর করে। তবে শুরু থেকেই এ চুক্তির কঠোর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প।