ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।
সোমবার এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-র পরিদর্শন সংক্রান্ত বিভিন্ন মিডিয়ায় ছড়ানো তথ্যকে গুজব আখ্যা দিয়ে বলেন, “পরমাণু স্থাপনাগুলোতে IAEA’র সরাসরি কোনো পরিদর্শনের সুযোগ থাকবে না।”
তিনি জানান, আগামী সপ্তাহে IAEA’র একটি কারিগরি প্রতিনিধি দল ইরান সফরে আসবে, তবে এই সফর শুধুমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা পর্যন্ত সীমিত থাকবে। স্থাপনাগুলোর ভৌত পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।
আজিজি বলেন, “ইরানের পার্লামেন্টের গৃহীত একটি আইনের ভিত্তিতে, কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেওয়া অনুমোদনযোগ্য নয়।” তবে ইরান কারিগরি সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে মতবিনিময় এবং বিভ্রান্তি দূর করতে আগ্রহী থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছিলেন, IAEA’র একটি টিম আগামী ১০ দিনের মধ্যে তেহরান সফর করবে। আজিজির বক্তব্যে স্পষ্ট হয় যে, সেই সফর শুধুই আলোচনা-ভিত্তিক এবং পর্যবেক্ষণের সুযোগবিহীন।