জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না। মঙ্গলবার ফিলিস্তিনের রামাল্লাহ শহরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।
এসময় ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ার জন্য শিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত যেকোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সফল করার জন্য ফিলিস্তিনিরা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।
বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ার জন্য শিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সফল করার জন্য ফিলিস্তিনিরা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস।
বর্তমানে শিনজো অ্যাবে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি আজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর আন্তর্জাতিক সমস্ত বিরোধিতা উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরানো হবে বলেও তিনি ঘোষণা করেন। এরইমধ্যে বিশ্বের কয়েকটি দেশ আমেরিকার পথ অনুসরণ করে বায়তুল মুকাদ্দাসে তাদের দূতাবাস নেয়ার কথা বলেছে। তবে বেশিরভাগই দ্বিমত পোষণ করেছে।