ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। বাতিল করা হয়েছে সব আগত ও প্রস্থানের ফ্লাইট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (৬ জুলাই) ভোরে আরবভাষী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি অঞ্চলে শুরু হয় বিমান হামলার সতর্কতা সাইরেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নিশ্চিত প্রতিবেদন মেলেনি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং হামলা প্রতিরোধে কাজ করেছে তারা।
এর এক সপ্তাহ আগেই বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল ইয়েমেনি সেনাবাহিনী। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানায়, ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়, যা সফলভাবে লক্ষ্যভেদ করে। এতে এক মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।
একইসঙ্গে ইলাত, তেলআবিব ও আশকেলন অঞ্চলে চালানো হয় একমুখী ড্রোন হামলা।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে সমুদ্রপথে কৌশলগত অবরোধসহ নানা সামরিক পদক্ষেপ নিচ্ছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা জানায়, গাজায় ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।