আফগান নাগরিকদের দেশ ছাড়তে নতুন করে আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। এর জেরে শুক্রবার (২ আগস্ট) চামান সীমান্তে জমায়েত হয়েছেন হাজারো আফগান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নতুন করে সম্মানজনক ও সুশৃঙ্খল উপায়ে শরণার্থীদের ফেরত পাঠানো হচ্ছে।
২০২৩ সালে শুরু হওয়া এই বিতাড়ন প্রক্রিয়া চলতি বছরের এপ্রিল থেকে ফের জোরদার হয়। তখন পাকিস্তান সরকার লাখ লাখ আফগান শরণার্থীর বাসযোগ্যতার অনুমতিপত্র বাতিল করে জানিয়ে দেয়—দেশ না ছাড়লে গ্রেফতার করা হবে।
চামান সীমান্তে শুক্রবার প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আফগানিস্তানে ফেরার অপেক্ষায় ছিলেন বলে জানান স্থানীয় কর্মকর্তা হাবিব বিংগালজাই।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন, যাদের মধ্যে ২ লাখই এপ্রিলের পর দেশত্যাগ করেন।
এই কর্মসূচির আওতায় ৮ লাখের বেশি আফগান নাগরিক রয়েছেন যাদের অস্থায়ী আবাসিক অনুমতিপত্র ছিল, অনেকে জন্মেছেন বা দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছেন।
উল্লেখ্য, পাকিস্তান সরকার দাবি করেছে, দেশে চালানো সাম্প্রতিক প্রাণঘাতী হামলাগুলোর সঙ্গে আফগান নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে। একইসঙ্গে ইরানও আফগানদের ফেরত পাঠাতে বড় পরিসরে অভিযান শুরু করেছে, যার মাধ্যমে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি আফগানকে সীমান্ত পেরিয়ে নিজ দেশে পাঠানো হয়েছে।