চীনের হাংঝু শহরে ১৮ তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে যায় মাত্র তিন বছর বয়সি একটি শিশু। কিন্তু অলৌকিকভাবে সে প্রাণে বেঁচে যায়। ১৫ জুলাইয়ের এই ঘটনায় জানা গেছে, দাদা-দাদির নজরদারিতে থাকা শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে একটি খোলা জানালা দিয়ে পড়ে যায়।
পতনের সময় সে প্রথমে একটি গাছের ডালে আটকে যায়, পরে ঝোপে গিয়ে পড়ে—ফলে সরাসরি কংক্রিটে আঘাত লাগেনি। শিশুটির বাবার ধারণা, ১৭ তলার একটি জানালায় সাময়িক আটকে পড়ার গতি কমে গিয়েছিল।
দৃশ্যটি ভবনের নিচ থেকে একজন বাসিন্দা ভিডিও করে শেয়ার করেন। শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান লেগেছে এবং কিছু অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও মাথা অক্ষত ছিল এবং সে ছিল সম্পূর্ণ সচেতন। হাসপাতালে পৌঁছেই সে চিকিৎসকদের বলে, ‘বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি কিনে দিতে।’
এই অলৌকিক বেঁচে যাওয়ার স্মৃতিতে শিশুটির বাবা সেই গাছের ডালে চীনা সংস্কৃতির সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে একটি লাল ফুল ঝুলিয়ে দেন।