Thursday, July 10, 2025
30.2 C
Dhaka

সেনা প্রত্যাহার না করতে ট্রাম্পকে রাজি করান ম্যাকরন

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সেই সঙ্গে সিরিয়ায় সেনা মোতায়েন দীর্ঘমেয়াদী করতে ট্রাম্পের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, শিগগিরই সিরিয়া থেকে সরে যাবে মার্কিন বাহিনী। তবে আদতে তা হয়নি।

কেন সিরিয়া থেকে মার্কিন সেনা সরেনি তারই উত্তরে ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা জানান। ম্যাকরন বলেন, সিরিয়ায় সীমিত হামলা চালাতেও তিনি ট্রাম্পকে পরামর্শ দেন।

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স যৌথভাবে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায়। রাসায়নিক হামলা চালানোর অভিযোগ এনে সিরিয়ার ওপর এই যৌথ হামলা চলে।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাকরন বলেন, ’১০ দিন আগে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। আমরা তাঁকে বোঝাই যে, সেখানে দীর্ঘদিনের জন্য অবস্থান করাটা জরুরি।’

ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছিলেন উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘তাঁকে রাজি করাই যে, আমাদের এই হামলা সীমিত আকারে হবে এবং সেটা কেবলমাত্র রাসায়নিক অস্ত্রের মজুদের ওপর চালানো হবে।’

ফ্রান্সের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডারস বলেন, ‘যু্ক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হয়নি, মার্কিন প্রেসিডেন্ট এখনো চান যেন যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে সৈন্যদের দেশে ফিরিয়ে আনা হয়।’

তবে এই মুখপাত্র এটাও বলেন যে, ইসলামির স্টেট বা আইএসকে চূড়ান্তভাবে ধ্বংস করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যেন এটি আর কখনোই শক্তি নিয়ে ফিরে আসতে না পারে।

এর আগে গত সপ্তাহে সিরিয়ার দুমা এলাকায় রাসায়নিক হামলার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। তখন থেকেই এই যৌথ হামলার পরিকল্পনা করা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সব সময়ই দুমায় রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে। সিরিয়ার মিত্র রাশিয়াও এই হামলার বিরোধিতা করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, তিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এগুলো হলো—১. দামেস্কের বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে রাসায়নিক ও জৈব অস্ত্র উৎপাদন করা হয় বলে জানা যায়; ২. হোমসে একটি রাসায়নিক অস্ত্রভাণ্ডার ও ৩. হোমসেই পাশেই আরেক অস্ত্রভাণ্ডার, যেখান থেকে নির্দেশ দেওয়া হয়।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে সবার জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট দেবে সরকার

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে এক জিবি...

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ন্যায্য দরপত্র চেয়ে রিটের আদেশ ২৩ জুলাই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ন্যায্য...

এমবাপ্পে নাকি ভিনিসিয়ুস: পিএসজির বিপক্ষে রিয়ালের একাদশে কার জায়গা পাকা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগমুহূর্তে কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি রিয়াল...

এসএসসি ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা: শিক্ষা উপদেষ্টা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে...

গুজরাটে সেতু ধসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ১০

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩...

বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২৩৫ ফুট গভীরে দুর্ঘটনায় চীনা প্রকৌশলীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১ হাজার ২৩৫ ফুট গভীরে...

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১১৬৭টি মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...

শুল্ক আরোপে বিলম্ব করলেন ট্রাম্প, তবু ব্যবসায়িক অনিশ্চয়তা কাটছে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img