বিশ্বখ্যাত ইসরাইলি লেখক ও শান্তিবাদী ডেভিড গ্রসম্যান গাজায় চলমান ইসরাইলি অভিযানের কঠোর সমালোচনা করে একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই শব্দটি আমি অত্যন্ত কষ্ট ও ভাঙা হৃদয় নিয়ে ব্যবহার করছি।”
শুক্রবার (১ জুলাই) ইতালীয় পত্রিকা লা রিপাবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রসম্যান বলেন, “বহু বছর ধরে আমি ‘গণহত্যা’ শব্দটি এড়িয়ে চলেছি। কিন্তু এখন যেভাবে ঘটনাগুলো unfolding হচ্ছে এবং যাদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা শুনে আমি চুপ থাকতে পারছি না।”
তিনি বলেন, “এই শব্দটি একবার উচ্চারণ করলে তা তুষারধসের মতোই ভয়াবহ রূপ নেয়। এটি আরও ধ্বংস ও যন্ত্রণা বাড়িয়ে তোলে। এখন এমন পর্যায়ে পৌঁছেছি, যেখানে ‘ইসরাইল’ ও ‘অনাহার’ শব্দ দুটি একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে—এটা নিজেই একটি ভয়ংকর বার্তা বহন করে।”
ডেভিড গ্রসম্যানের লেখা বহু ভাষায় অনূদিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিকভাবে নন্দিত একজন সাহিত্যিক। ২০১৮ সালে তিনি Israel Prize for Literature—দেশটির সর্বোচ্চ সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
এর আগে, ইসরাইলেরই একটি প্রভাবশালী মানবাধিকার সংস্থা গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করে প্রতিবাদ জানায়। গ্রসম্যানের বক্তব্য সেই বিতর্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে আরও জোরদার করেছে।
এই প্রসঙ্গে, আন্তর্জাতিক মহলে ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে উদ্বেগ ও সমালোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে।