হিন্দু দলিত সম্প্রদায়ের প্রথম কোনো নারী হিসেবে পাকিস্তানের সিনেটর হলেন (আইনসভার উচ্চকক্ষ) হলেন কৃষ্ণা কুমারি কোলহি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে ৩৯ বছর বয়সী এই রাজনীতিক সিন্ধু প্রদেশে সিনেটের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন। পিপিপি জানায়, পাকিস্তানে এটি নজিরবিহীন ঘটনা।
জি নিউজের খবর, সিন্ধু প্রদেশের থরের নগরপারকার জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কোলহি। ১৬ বছর বয়সে লালচাঁদ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তার। সে সময় নমব শ্রেণিতে পড়ছিলেন কোলহি। বিয়ের পরও পড়াশুনাকে থামিয়ে রাখেননি তিনি। ২০১৩ সলে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর হন তিনি। এরপর সমাজকর্মী হিসেবে কাজ শুরু করেন। ভাইয়ের হাত ধরেই পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দেওয়া কোলহির।