মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত, সমালোচিত ও বিতর্কিত একজন ব্যক্তি। আমেরিকার মতো বড় ও শক্তিশালী একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই তিনি তার নানা রকম কর্মকাণ্ডের জন্য তুমুল সমালোচিত ও বিতর্কিত। আবারও বিতর্কিত হলেন তিনি। এবারের বিতর্কটির জন্ম দিয়েছেন বিশ্বের একজন নামকরা পর্নস্টার। ৬ মার্চ, মঙ্গলবার স্টর্মি ড্যানিয়েল নামের ওই পর্নস্টার ডোনাল্ড ট্রাম্পের নামে আদালতে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, চুক্তিবদ্ধ না হয়েই ট্রাম্প তাকে যৌনসম্পর্কে বাধ্য করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের নামে মঙ্গলবার মামলাটি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজ্য আদালতে। পরে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করা হয়েছে। মামলার বিষয়টি টুইটারে প্রকাশ করেছেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের আইনজীবীও। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন প্রেসিডেন্টের পক্ষে একটি দলিলে স্বাক্ষর করেছেন।
এটাই নতুন নয়, এর আগেও যৌন হেনস্তার নানা অভিযোগ উঠেছে বিতর্কিত এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এ দেশটির ৪৫তম প্রেসিডেন্ট তিনি।