যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডে তারা কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে। না হলে আরও কঠোর অর্থনৈতিক শাস্তি দেওয়া হবে।
কিয়েভে বৃহস্পতিবারের হামলায় ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে। হামলায় একটি ৯ তলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে এবং ১৫৯ জন আহত হয়েছেন। চলতি বছর এটি কিয়েভে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে নৃশংস বলে অভিহিত করে বলছেন, মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ বাড়ানো উচিত।
জার্মানি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়া জার্মানি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিলে ইউক্রেনের জন্য একটি নিরাপত্তা চুক্তির প্রস্তুতিতে রয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, শান্তি আলোচনা থমকে যাওয়ার পর রাশিয়া আকাশপথে হামলার মাত্রা বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়াতে বিশেষ দূত স্টিভ উইটকফকে পাঠানোর ঘোষণা দিয়েছেন।