Thursday, July 3, 2025
30.2 C
Dhaka

এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। তবে এই দায়িত্ব তিনি পালন করবেন মাত্র এক দিন, অর্থাৎ বুধবারই (২ জুলাই) তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার কাজ শুরু করেন। এই অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়। তবে মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর পূর্তি, তার দায়িত্বে সুরিয়া থাকছেন না ৯৩ ঘণ্টাও।

সাংবাদিকরা তার এই সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও সুরিয়া প্রশ্ন এড়িয়ে যান। তবে তিনি জানান, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি চূড়ান্ত কাগজে স্বাক্ষর করা, যার মাধ্যমে তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) তার উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।

থাই রাজনীতিতে প্রায় এক দশকের বেশি সময় ধরে সক্রিয় সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশটির ‘অভিজ্ঞ ও সুযোগসন্ধানী’ রাজনীতিক হিসেবে পরিচিত। থাই গণমাধ্যমে তার পরিচিতি এমন একজন হিসেবে, যিনি সবসময় রাজনৈতিক হাওয়ার দিক বুঝে অবস্থান নেন এবং ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশে পেছপা হন না।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে। সে কারণে তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করা হয়।

তবে থাই গণমাধ্যম এবং বিবিসি বলছে, পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর জনমনে ক্ষোভ তৈরি হয়। সেখানে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। এরপরই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

এই অস্থায়ী দায়িত্বের মেয়াদ শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। এরই মধ্যে ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, মন্ত্রিসভার পুনর্বিন্যাসে ফুমথাম নতুন সহকারী প্রধানমন্ত্রী হচ্ছেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়েও উচ্চতর। এই কারণেই সুরিয়ার স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

আজকের দিন শেষেই জানা যাবে, সুরিয়া কেবল আনুষ্ঠানিকতা পূরণ করেই তার ‘এক দিনের’ প্রধানমন্ত্রীত্ব শেষ করবেন, নাকি রেখে যাবেন কোনো বিশেষ রাজনৈতিক চমক। বাস্তব রাজনীতিতে এমন সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রীত্ব বিরল, তবে থাইল্যান্ড এবার তার ব্যতিক্রম ঘটাল।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

পবিত্র আশুরা ঘিরে ঢাকায় তাজিয়া মিছিলে ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য...

ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি: পেন্টাগনের মূল্যায়নে কী উঠে এল

ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই...

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কোথায় আটকে আছে?

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: অগ্রগতি হলেও জট কাটেনি ৯ জুলাইয়ের আগেই...

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্যপট

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে মহাবিশ্বের দুর্লভ সব দৃশ্য বাংলা...

তাইজুল ছাড়া সবার জন্য র‍্যাঙ্কিং যেন দুঃসংবাদ

কলম্বো টেস্টে বড় হার, র‍্যাঙ্কিংয়েও ধস বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো...

নববর্ষে ড্রোন শো পরিচালনাকারী কোম্পানির ভ্যাট মওকুফ করেছে সরকার

বাংলা নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখে রাজধানীর মানিক মিয়া...

ঢাকায় প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ রিয়াল ছিনতাই, আটক ৬ পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি...

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img