ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণের পর ঘটা আকস্মিক বন্যায় একটি পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রাণহানি ঘটেছে অন্তত ৪ জনের, আর নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি। নিখোঁজদের মধ্যে দেশটির সেনাবাহিনীর ১১ সদস্যও রয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে উত্তরাখণ্ডের হারসিল এলাকায় এই দুর্যোগের সূচনা হয়। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ক্ষীর গঙ্গা নদীর উজানে ক্লাউডব্রাস্ট বা বজ্রসহ হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে এই আকস্মিক বন্যা সৃষ্টি হয়। মুহূর্তেই পানির স্রোতে সবকিছু ভেসে যায়।
বন্যার কারণে হারসিলের সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেনাবাহিনীর একাধিক সদস্য তখন ক্যাম্পেই অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের পরপরই ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) উদ্ধার অভিযান শুরু করে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। বর্তমানে স্থলপথে ও নদীপথে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
ক্লাউডব্রাস্ট কী?
ক্লাউডব্রাস্ট হচ্ছে একটি বিশেষ ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় অতিপ্রবল বৃষ্টিপাত হয়। সাধারণত হিমালয়সংলগ্ন পার্বত্য অঞ্চলে এটি ঘটে থাকে। পানির এই প্রবল ঢল নিচু এলাকায় নেমে এসে ধ্বংসযজ্ঞ চালায় এবং পথের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
ভারতের উত্তরাঞ্চলজুড়ে বর্ষাকালে এমন দুর্যোগ প্রায়শই দেখা যায়, তবে এবারের ঘটনা ভয়াবহতার দিক থেকে নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয়রা।